আমি একটি স্বনাম ধন্য কোম্পানি কর্তৃক নির্মিত এমার্টমেন্ট ভবনের একটি ইউনিটে বসবাস করি। আমার সমস্যা হচ্ছে যে- উপরের ফ্লোরের বাথরূম থেকে বিভিন্ন সময় পানি পরার শব্দ পেয়ে থাকি যা খুবই বিরক্তিকর। এখন প্রশ্ন হচ্ছে যেঃ একটি ভবন ডিজাইন করার সময় কি কি বিষয়ের উপর আমাদের দৃষ্টি দিতে হবে যাতে করে এমন অনাকাংখিত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়? ধন্যবাদ।
পানি পরা শব্দ
Md. Ashraful Haque
17 Nov, 2012
ভিউ : 92721