NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

রোলার কম্প্যাক্টেড কংক্রিট

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 125056

  • রোলার কম্প্যাক্টেড কংক্রিট, অনেক সময় রোলক্রিট বলা হয়ে থাকে। মাটি সরানো বা পেভিং কাজের থেকে এই ধারণা নেয়া হয়েছে। স্বল্প সিমেন্টের কংক্রিট ব্যবহুত হয়।

  • এটি যেই তলে ব্যবহুত হবে সেখানে দেওয়ার পর রোলার দিয়ে চাপ দিয়ে কম্প্যাক্ট করা হয়।

  • উচ্চ ঘনত্বের কংক্রিট ব্লক তৈরি হয়।

  • এই কংক্রিট সাধারনত কংক্রিট পেভমেন্ট এ ব্যবহুত হয়।