কনস্ট্রাকশন কাজের প্রথম ধাপ হলো মোবিলাইজেশন। কনস্ট্রাকশন কাজের শুরু করার আগে এই মোবিলাইজেশন করতে হয়। এর সাথে বিভিন্ন কিছু জড়িত। যথা
1. অস্থায়ি ফেন্সিং বা বাউন্ডারি
2. লেবার শেড বা লেবারদের থাকার যায়গা
3. সাইট অফিস
4. স্টোর বা মালামাল রাখার যায়গা
5. বিদ্যুত , পানি , সেনিটারি লাইন ও বাথরুম-টয়লেটের ব্যবস্থা করা
6. যস্ত্রপাতি জোগাড় করা
7. কনস্ট্রাকশন ডকুমেন্ট বা কগজপত্র
8. অন্যান্য (পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ, হাটা চলার স্থান নির্বাচন)