বিল্ডিং এর কাজের বিভন্ন ঘাট
Md. Ashraful Haque, 13-Apr-2001
ভিউ : 142369
1. মোবিলাইজেশন: কাজ শুরুর পুর্বে সাইটের কিছু কাজ যেমন- ফেন্সিং বা বেড়া দেওয়া, সাইট অফিস তৈরি, বাথরুম ও টয়লেট তৈরি, লেবারদের থাকার স্থান, পানি ও বিদ্যুত ইত্যাদি
2. মাঠের কাজ: পরিস্কার করা, লেভেল করা, বেঞ্জমার্ক নির্ধারণ ইত্যাদি
3. সাব-স্ট্রাকচার: মাটির নিচের কাজ যেমন-
- ফাউন্ডেশন
- শর্ট বা নেক কলাম
- গ্রেটবীম-টাই বীম
- পাইল
- মাটি খনন
4. সুপার স্ট্রাকচার: মাটির উপরের কাজ
- কলাম
- ছাদ ও বীম
- সিড়ি
- প্যারাপেট
5. রাজের কাজ
- ইটের দেয়াল
- প্লাস্টার
- টাইলস
6. বিভিন্ন ধরণের সার্ভিসের লাইন
- ইলেকট্রিক্যাল
- সেনেটারি ও প্লাম্বিং
- এয়ার কন্ডিশনিং
- ফায়ার সার্ভিস
7. ফিনিশিং কাজ
- রঙের কাজ
- কাঠের কাজ
- এলুমিনিয়ামের কাজ
- ফলস সিলিং এর কাজ
- মেটাল ওয়ার্ক বা স্টীলের কাজ বা আয়রনের কাজ
8. হ্যান্ড ওভার:
- পরিস্কারের কাজ
- ছোটখাটো ত্রুটি ঠিক করণ
- সর্বশেষ পরিদর্শণ
- কাজ বুঝিয়ে দেওয়া