কয়েক ধরণের আর.সি.সি বীম

Md. Ashraful Haque, 13-Sep-2001
ভিউ : 118581

আর.সি.সি বীম কয়েক ধরণের হয়ে থাকে । খুব সংক্ষেপে এদের সম্পর্কে বলা হলো নিচে

সিম্পল বীম: এটির স্প্যান একটি মাত্র থাকে। এর দুই পাশে দুইটি কলাম থাকে বা ওয়াল থাকে। কলাম বা ওয়ালের বাইরে বীমটি বর্ধিত হয় না.

সেমি-কন্টিনিউয়াস বীম: দুই স্প্যানের বীমকে সেমি কন্টিনিউয়াস বীম বলে। এটি টেকনিক্যাল ভাষায় কন্টিনিউয়াস বীম বলে।

কন্টিনিউয়াস বীম: এই বিমের স্প্যান দুই এর বেশি থাকে। 

ক্যান্টিলিভার বা ক্যান্টি বীম: এই বীমের একপাশে সাপোর্ট থাকে এবং অন্য পাশে কোন সাপোর্ট থাকে না বা শুণ্যে ভেসে থাকে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর