NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

A2 পেপার কিভাবে A4 সাইজে ভাঁজ করতে হয়

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 73552

A2 পেপার A4 এর মত সাইজ করে ভাজ করে ফাইলে রাখতে হয়। এই ভাঁজ করার কিছু নিয়ম আছে। যেন সহজে ফাইলের টাইটেল পড়া যায় এবং ড্রয়িং খোজা যায়। এটার আন্তর্জাতিক নিয়ম আছে। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানে এই নিয়ম মেনে চলা হয়। এমনকি ফাইল ভাজ ঠিক মত না করে পাঠালে অনেক সময় ড্রয়িং ফেরত দেয় কোন কোন প্রতিষ্ঠান। তাই ধাপে ধাপে তা দেওয়া হলো।

চিত্র-01

চিত্র-02

চিত্র-03

চিত্র-4

চিত্র-5

চিত্র-6