NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

কনস্ট্রাকশন সাইন

Md. Ashraful Haque 13 Dec, 2002 ভিউ : 119179
কনস্ট্রাকশন সাইন

বর্তমানে কনস্ট্রাকশন কাজে একটি কথার উপর গুরুত্ব দেয়া হয়।

" SAFETY FIRST"

এই সেইফটি বা নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি যেই বিষয়টা দরকার, সেটা হলো সচেতনতা। আর সচেতনতার সবচেয়ে বড় পদ্ধতি হলো একই বিষয় বারবার বলা।

অথবা সাইনবোর্ড বা সাইন প্লেট এর মাধ্যমে সবার দৃষ্টি আকষর্ণের মাধ্যমে এই সচেতনতা বাড়ানো যায়।

তবে শুধু সচেতনতা দিয়েই হবে না, এর পাশাপাশি কিছু উপকরণও দরকার যেমন

  • চশমা
  • হেলমেট
  • সেইফটি জুতা
  • গ্লাফস
  • ইয়ার প্রটেকশন
  • ইত্যাদি

কিছু নমুনা নিচের লিংকে পাওয়া যাবে, তবে গুগলে খোঁজ করেও পাওয়া যাবে।

https://drive.google.com/folderview?id=0B0IPUHLYZ0gsRTVWU0NVSkRadWs&usp=drive_web

তবে আমরা খুব শিঘ্রই বাংলাতে আমাদের এখানে কিছু সাইনবোর্ড দিবো।

 

মন্তব্যসমূহ
এখনো কোনো মন্তব্য নেই।
লগইন করুন মন্তব্য করার জন্য