NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

বর্জ্যপানি ব্যবস্থাপনা (ই.টি.পি)

Md. Ashraful Haque 17 Nov, 2012 ভিউ : 120737
বর্জ্যপানি ব্যবস্থাপনা (ই.টি.পি)

 

ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ই. টি. পি) , পানি শোধণের জন্য খুব গুরুত্বপুর্ণ। টেক্সটাইল, টেনারি, ক্যামিক্যাল, ফার্মাসি , ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামুলক। পরিবেশবাদীরা এখন এই বিষয় নিয়ে বেশ সক্রিয়।

এই প্লান্ট ধাপে ধাপে কিভাবে কাজ করে তা নিচে দেখানো হলো।

 

বর্জ্য পানি বিভিন্ন জায়গা থেকে

প্রাথমিক ফিল্টার

ঠান্ডাকরণ এবং মিশ্রণ

এসিড বা ক্ষার দিয়ে নিষ্ক্রিয় করণ

ক্যামিকেল কো-অগুলেশন

তৈল/চর্বি স্থিতিকরণ ও আলাদাকরণ

প্রেসার ফিল্টার

মুক্ত করা বা বের করে দেওয়া

নিচে ধাপগুলির সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো

প্রাথমিক ফিল্টার: এই ধাপে পানির সাথের কোন সলিড বা শক্ত আবর্জনা থাকলে তা বেছে ফেলে দেয়া হয়।

ঠান্ডাকরণ ও মিশ্রণ : ফ্যানের সাহায্যে বিভিন্ন ধরণের বর্জ্য পানি একসাথে মেশানো হয় ও বাতাস দিয়ে ঠান্ডা করা হয়

নিষ্ক্রিয়করণ : ঠান্ডা হওয়ার পর এই পানিকে নিউট্রালাইজেশন ট্যাংক এ পাম্প এর সাহায্যে পাঠানো হয়, এই ট্যাংকের মধ্যে এসিড বা ক্ষার দিয়ে নিষ্ক্রিয করা হয়। পি.এইচ মিটার দিয়ে এর মাণ নির্ণয় করা হয়।

কো-অগুলেন্ট: এই পদ্ধতিতে পানিকে কিছুটা জেল এর মত অবস্থায় নেয়া হয়।

সেটল ট্যাংক বা স্থিতিকরণ: বিভিন্ন ধরনের তেল,চর্বি, জিবাস্ম আলাদা করা হয় .

প্রেসার ফিল্টারr: চাপশক্তির সাহায্যে ফিল্টার করা হয়

কার্বণ ফিল্টার: এটি কখনও কখনও ব্যবহার করা হয়, কখনও হয় না

ড্রেইন আউট : পাণি বিশুদ্ধ বা নিরাপদ হওয়ার পর ড্রেনের মাধ্যমে বের করে দেয়া হয়

মন্তব্যসমূহ
  • Guest 10 years ago
    ধন্যবাদ স্যা।
লগইন করুন মন্তব্য করার জন্য