সি.বি.আর (ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও) টেষ্ট

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 27997

সংজ্ঞা:

মাটির ভার বহন ক্ষমতা জানার জন্য এই পরীক্ষা করা হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে ডিপার্টমেন্ট এই পদ্ধতি আবিস্কার করে। এটি স্ট্যান্ডার্ড উপাদান ও সাইটের উপাদানের মধ্য নির্দিষ্ট আকারের পিষ্টন ঢোকাতে প্রয়োজনীয় বলের অনুপাত। এটি শতকরা আকারে প্রকাশ করা হয়। রাস্তা নির্মাণের জন্য মাটির ক্ষমতা জানার জন্য এই পরীক্ষা। প্রাকৃতিক বা কমপ্যাক্টেড মাটিতে এই পরিক্ষা করা হয়।

ব্যবহুত যন্ত্রপাতি:

  • মোল্ড বা ছাচ
  • স্টীল কাটিং কলার
  • স্পেসার ডিস্ক
  • সার্চার্জ ভার
  • ডায়াল গেজ
  • সীভ বা চালুনি সেট
  • পেনিট্রেশন প্লান্জার
  • বল প্রয়োগ যন্ত্র
  • অন্যান্য যন্ত্রপাতি

সি.বি.আর পরীক্ষা পদ্ধতি:

  • সাধারণত তিনটি নমুনা নেয়া হয় যার প্রতিটি ৭ কেজি করে থাকে। এবং এমন ভাবে ঠাসা থাকবে যাতে করে এর ঘনত্ব ৯৫ থেকে ১০০ শতাংশ হয়। সাধারণত ১০,৩০ ও ৬৫ ব্লো দিয়ে ঠাসা হয়।
  • খালি ছাচের ওজন
  • প্রথম নমুনাতে এ পানি দিতে হবে। (প্রতি তলে ১০ ঘা দিয়ে ৫ তলার ঠাসা হতে হবে)
  • ঠাসা হয়ে গেলে, কলার সরিয়ে ফেলতে হবে এবং সার্ফেস সমান করতে হবে।
  • আদ্রতা পরিমাপের জন্য নমুনা সংগ্রহ করতে হবে।
  • ঠাসা নমুনা এবং ছাচের একত্রে ওজন নিতে হবে
  • ছাচটি সিক্ত ট্যাংকে চার দিন রাখতে হবে। তবে অসিক্ত পরীক্ষার জন্য এই ধাপটির দরকার নাই।
  • এই ভাবে বাকি নমুনাগুলিও করতে হবে।
  • চারদিন পর স্যুয়েল রিডিং নিতে হবে। এবং শতকরাতে বের করতে হবে।
  • ট্যাংক থেকে ছাচটি বের করে পানি বের করে দিতে হবে।
  • নমুনাটি পেনিট্রেশন পিষ্টন এর নিচে রাখতে হবে এবং ১০ পাউন্ড অতিরিক্ত ভার দিতে হবে।
  • বল প্রয়োগ করতে হবে এবং পেনিট্রেশন বল নোট করে রাখতে হবে।
  • পেনিট্রেশন এব পেনিট্রেশন বল এর সাহয্যে গ্রাফ বা ছক করতে হবে এবং সি.বি.আর বের করতে হবে।
  • সি.বি.আর শতকরা হার এবং ড্রাই ডেনসিটি এর ছক করতে হবে। 

CBR Test Data

 

CBR Test Graph

বল বনাম পেনিট্রেশন ছক

CBR Test Blows, Observations, Calculations & Graph

সি.বি.আর বনাম পারসেন্ট কমপ্যাকশন ছক

CBR vs % Percent Compaction Graph

সি.বি.আর এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব:

  • রাস্তা বা উড়জাহাজ এর রাস্তার সাবগ্রেড সয়েল, সাব সয়েল এবঙ বেইজ কোর্স উপাদানের ডিজাইনের জন্য সবচেয়ে বেশি ব্যবহুত পদ্ধতি।

  • ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের জন্য এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহুত হয়।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর