NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

সিড়ির নিচে টয়লেট

Md. Ashraful Haque 17 Nov, 2012 ভিউ : 140836
সিড়ির নিচে টয়লেট

শিরনাম দেখে হয়ত অনেকেই অবাক হয়েছেন? আবার অনেকেই হয়ত ভেবেছেন যে এটা আবার নতুন কি। কেউ কেউ এটা ভাবতে পারেন যে প্রধান সিড়ির নিচে এটা কিভাবে সম্ভব!! আবার কেউ কিছুই মনে করেন নি। যাই হোক নিচে একটি ছবি দেখাই

ছবি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে এটা ভেতরের সিড়ির নিচে অবস্থিত। তবে ছবিটি প্রথমে দেখে আমার খুব ভাল লেগেছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবচেয়ে ভাল লেগেছে জায়গা অনুযায়ি বিভিন্ন কিছুর অবস্থান। এই টয়লেট ব্যবহারের কারনে সিড়িটি পাশ থেকে দেখতেও বেশ ভাল লাগে। একই সংগে জায়গাটাও ব্যবহার হচ্ছে সুন্দরভাবে।