সিভিল প্রশ্ন ব্যাংক-০৫

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 128497

৪১। শূন্যস্থান পূরণ করঃ 
ক) ---------------- পাইল মাটির অভ্যন্তরের শক্ত স্থর পর্যন্ত পৌছান হয়।
খ) ---------- পাইল শক্ত স্তর পর্যন্ত প্রবেশ করানো হয় না।
গ) ------------- পাইল রিটেইনিং ওয়াল হিসাবে কাজ করে। 
ঘ) আনুভ’মিক টানা বলকে প্রতিরোধ করার জন্য ---------- পাইল ববহার করা হয়।
ঙ) -------- পাইল সাধারণতঃ কাঠের হইয়া থাকে।
চ) কাঠের পাইলে দৈঘ্য সাধারণতঃ পাইলে উপরের প্রান্তের ব্রাসের ------- গুণ হইয়া থাকে। 
ঞ) বর্তমানে পাইল ভিত্তির ব্রবহার --------------।
উত্তর 
৪২। বিয়ারিং, খ) ফ্রিকশন, গ) শীট, ঘ) অ্যাংকোর, ঙ) ফোল্ডার, চ) ২০, ছ) টিম্বার, জ) ২০ টন, ঝ) কাষ্ট-ইন-সিটু, ঞ) সর্বাধিক।
৪৩।       নরম মাটি বা পানি অতক্রম করিয়া যে পাইল কঠিন স্তরে কাঠামাের লোডকে ট্রান্সফার করে তাহাকে -------- পাইল বলে।
ক) টিম্বার পাইল, খ) বিয়ারিং পাইল, গ) শীট পাইল।
উত্তরঃ বিয়ারিং পাইল।
৪৪। পদার্থের সর্বোচ্চ লোভ বহন ক্ষমতাকে নিরাপদ লোড বহন ক্ষমতা দ্বারা ভাগ করিলে যে সংখ্যা পাওয়া যায় তাহাকে ------- বলে। 
৪৫। ভার বহন পদ্ধতি অনুযায়ী                    
ক) ৩ প্রকার খ) ৪ প্রকার, গ) প্রকার
উত্তরঃ ৩ প্রকার।
৪৬। মূন্যস্থান পূরন কর।
ক) তীর্যকভাবে যে পাইল ড্রাইভ করা হয় তাহাকে ------------ পাইল বলে।
খ) কংক্রিট ডেক্স অথবা অন্য যে কোন ওয়াটার ফ্রন্ট ষ্ট্রাকচার জাহাজ ব্রারেজ অথবা যে কােন ভাসমান বস্তুর আঘাতে ক্ষতিগ্রষ্থ না হয় তজ্জন্য যে পাইল এর সাহায্যে এই ওয়াটার ফ্রন্ট স্ঠ্রাকচারকে রক্ষা করা হয় তাহাকে ----------- পাইল বলে।
গ) কংক্রিট পাইল-------------- প্রাকর।
ঘ) যেখানে স্থায়ীভাবে অবস্থা করিবে সেখানে ------------ পাইল তৈরী করা হয় না। 
ঙ) যদি একই পাইল ক্যাপ এর অধীনে অনেকগুলো থা০-
৪৭। ক) ব্যাটার, খ) ফ্যান্ডার, গ) দুই, ঘÑ প্রি-কাষ্ট, ঙ) গ্রুপিং অব পাইল
৪৮। পাইল বসানোর পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তরঃ পাইল সাধারণতঃ চার পদ্ধতিতে বসান যায়। যেমনঃ
    ক) ড্রপ- হ্যামার দ্বারা
    খ) স্টীম হ্যামার দ্বারা 
    গ) ওয়াটার জেট দ্বারা 
    ঘ) বোরিং দ্বারা
৪৯। সিংগেল একটিং হ্যামার দ্বারা প্রতি মিনিটে পাইলের উপর কত বার আঘাত করা যায়? 
ক) ২০-৩০ বার
খ) ৩০-৪০ বার
গ) ৪০-৫০ বার
ঘ) ৫০-৬০ বার 
উত্তরঃ     ৫০-৬০ বার
৫০।     ডাকরা এটি ষ্টীল হ্যামার দ্বারা প্রতি মিটিটে পাইলের উপর কত বার আঘাত করা যায়?
উত্তরঃ     প্রতি মিনিটে ১০০-২০০ বার।
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর