সিভিল প্রশ্ন ব্যাংক-১০

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 74084

১০১) ফ্লেমিশ বন্ড কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার
১০২) কোন বন্ডে হেডার ও স্টেচার পাশাপাশি বসে?
উত্তরঃ ফ্লেমিশ বন্ড 

১০৩। পার্টেশন দেয়ালে কোন বন্ড ব্যবহার করা হয়?
উত্তরঃ স্টেচার বন্ড
১০৪। কোন বন্ড ইংলিশ বন্ডে রুপান্তর মাত্র?
উত্তরঃ ডাচ বন্ড 
১০৬। রেকিং বন্ড কত প্রকার ও কি কি?
উত্তরঃ ক) হেরিং বোন বন্ড খ) ডায়াগোনাল বন্ড
১০৭। কোন বন্ড দেখতে অনেকটা হেরিং বোন বন্ড এর মত এবং রাস্তার কাজে ব্যবহার হয়?
  উত্তরঃ  জিন-জাণ বন্ড
১০৮।বন্ড কি?
উত্তরঃ ইটকে একের পর এক সাজিয়ে শৃংখলা বদ্ধ করে এক অবিছিন্ন দেওয়ালে পরিনত করা হয়। ইটকে এরূপ শৃংখলা বদ্ধ করার পদ্ধতিকে বন্ড বলে।
১০৯। শুন্যস্থান পুরণ করঃ-
ক) দেওয়ালের মধ্য ৫ থেকে ৮ সে,মি ফাকা রেখে যে দেওয়াল তৈরি করা হয় তাকে---- অয়াল বলে ।
খ) নিরেট দেওয়ালের তুলনায় ফাকা দেওয়ালের----- তাপ নিরোধন ক্ষমতা বেশি।
গ) ক্যাভিটি দেওয়ালে u.k এর ভবন নির্মানের নিতিমালা অনুসারে-----আনুভুমিক                                      
   দূরত্ব এবং---- খাড়া দূরত্ব পরপর অবশ্যই টাই স্থাপন লরতে হবে।
উত্তরঃ ক)ক্যাভিটি খ)২৫% গ)৯০০ মিলিমিটার, ৪৫০ মিলিমিটার,
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর