স্থপতি এবং ইঞ্জিনিয়ারের কথোপকথন-০১
Md. Ashraful Haque, 11-May-2002
ভিউ : 43199
এক স্থপতি এবং এক ইঞ্জিনিয়ার একটি প্রজেক্ট এর কাজে ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছে। রাতের ট্রেইন, কেবিনে দুইজন দুই বিছানায় শুয়ে আছে। স্থপতিরা সবসময় নিজেদের চালাক-চতুর মনে করে। আবার এরা রাতের চেয়ে দিনে ঘুমাতেই বেশি পছন্দ করে। এমনকি অফিসেও এরা দিনে ঝিমায় (রাত জাগার কারনে)। ইঞ্জিনিয়ারের চোখে ঘুম ঘুম ভাব। রাত বাজে প্রায় ১ টা। এমন সময় স্থপতিটি ইঞ্জিনিয়ারকে ডেকে বলছে
স্থপতি: ইঞ্জিনিয়ার ভাই, আসেন মজার একটা খেলা খেলি।
ইঞ্জিনিয়ার ভ্রু কুচকিয়ে, মাথা ঝাকিয়ে অনিহা প্রকাশ করল
আবার কিছুক্ষন পর - স্থপতি: ভাই খেলাটা খুব মজার। আমরা দুজন দুজনকে প্রশ্ন করব। যে উত্তর দিতে পারবে না সে ১০০ টাকা দিবে। যেমন ধরুন আমি আমি প্রশ্ন করব, আপনি না পারলে আমাকে ১০০ টাকা দিবেন। আর আপনি প্রশ্ন করলে যদি আমি না পারি, আপনি আমাকে ১০০ টাকা দিবেন।
ইঞ্জিনিয়ার যথারিতি স্থপতির এই উদ্ভট খেলায় সময় নষ্ট করতে মোটেও রাজি নয়। তাই আবারও মুচিক হাসি দিয়ে বলল না ভাই।
স্থাপতি এবার খানিকটা বিরক্ত ( ওরা সামান্যতেই বিরক্ত হয়)। এবং এবার বেশ জোরে বলল।
স্থপতি: আচ্ছা যান আপনি না পারলে ১০০ টাকা আমাকে দিবেন। আমি না পারলে ১০০০ টাকা আপনাকে দেব।
ইঞ্জিনিয়ার এবার একটু চিন্তা করে খেলতে রাজি হয়ে গেল।
স্থপতি: সংসদ ভবনে মোট কত ব্যাগ সিমেন্ট লেগেছে।
ইঞ্জিনিয়ার: কিছু না বলে পকেট থেকে ১০০ টাকা বের করে স্থপতিকে দিয়ে দিল। আর স্থপতিকে প্রশ্ন করল
প্রশ্নটি: এক পায়ে হেটে একজন মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম এ যেতে কত সময় লাগবে।
প্রশ্নটি করেই ইঞ্জিনিয়ার ঘুমিয়ে পড়ল।
স্থপতি: অনেক্ষন চিন্তা করল। আইপ্যাড ওপেন করে গুগল, ইয়াহু, উইকিপিডিয়া ইত্যাদিতে হন্য হয়ে খুজতে লাগল। বিভিন্ন ব্লগ আর ফোরাম ঘাটতে লাগল। প্রায় ৬ ঘন্টা ধরে খুজে না পেয়ে ইঞ্জিনিয়ারকে আবার ডেকে তুলল। ডেকে তুলে তাকে ১০০০ টাকা দিয়ে দিল।
ইঞ্জিনিয়ার শান্তভাবে টাকাটা নিয়ে নিজের কাছে রাখল আর ভদ্রতাসুলভ একটি হাসি দিল।
স্থপতি: কত সময় লাগবে?
ইঞ্জিনিয়ার: পকেট থেকে ১০০ টাকা বের করে স্থপতির হাতে দিয়ে বলল, সকাল হয়ে গেছে চলেন নেমে যাই।
মন্তব্য সমুহ