NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

আর সি সি (Reinforced cement concrete)

Md. Ashraful Haque 17 Nov, 2012 ভিউ : 35610
আর সি সি (Reinforced cement concrete)

কংক্রিট ভঙ্গুর এবং চাপ বল অনেক। কিন্তু এর টন শক্তি খুব দুর্বল। যেহেতু টান বল দুর্বল তাই শক্তি বাড়ানো এবং টান শক্তি বৃদ্ধির জন্য এর ভেতরে স্টিল দেওয়া হয়। বন্ধন শক্তিশালী করার জন্য স্টিল এ প্রয়োজনীয় ডিফর্মেশন থাকতে হবে।  এই রিইনফরসমেনট বার দেওয়ার কারণে একে আর সি সি বলে। 

এর সুবিধা

  • তুলনামূলক এতে চাপ শক্তি বেশি থাকে

  • স্টিল এর চেয়ে ভাল আগুন প্রতিরোধক

  • রক্ষণাবেক্ষণ খরচ খুব কম এবং অনেকদিন টেকসই

  • বাঁধ, পিআর ও ফুটিং এ আর সি সি সবচেয়ে সস্তা

  • যেকোনো আকারে এটি ঢালাই করা যায়

  • এর ডিফলেকসন খুব কম

  • কোংকরিট এর চেয়ে এর চাপবল ১৫ গুণ এবং টানবল ১০০ গুণ

  • স্টিল বেবহার এর কারণে কংক্রিট এর সাইজ কমানো যায়। যেমন প্রথম তলার কলাম

অসুবিধা

  • এতে মেশন,ঢালাই এবং কিউরিং (আদ্রকরণ) লাগে। যা কংক্রিট এর শক্তির উপর প্রভাব ফেলে।

  • কংরিট এর ফর্ম এর খরচ বেশি

  • এর চাপ শক্তি স্টিল এর চেয়ে কম বলে সাইজ বেশি হয়ে থাকে।

  • ক্রাক বা ফাটল দেখা যায়
মন্তব্যসমূহ
এখনো কোনো মন্তব্য নেই।
লগইন করুন মন্তব্য করার জন্য