সাইট পরিদর্শনে সতর্কীকরণ বিষয়সমূহঃ

Md. Ashraful Haque, 11-Nov-2004
ভিউ : 118733

 

সাইট নির্বাচনের সময় যে বিষয় সমূহের প্রতি বিশেষ সতর্ক থাকা প্রয়োজন তাহা নিম্নরূপঃ     

(১) নির্মাণ সাইটের বেঞ্চ মার্ক এবং ওরিয়েন্টেশন বা দিকসমূহের প্রতি  অবগত হতে হবে।

(২) সাইটে সবোচ্চো   এবং সর্বনিম্ন বন্যা পাণীড় লেভেল এর প্রতি অবগত হতে হবে।

(৩) নরমাল বন্যা পানির লেভেল এর প্রতি অবগত হতে হবে।

(৪) সাইটের আশে পাশে বা নিকটবর্তী নির্মিত বাড়ীর প্রকৃতি  ও অবস্থানের প্র তি অবগত হতে হবে।

(৫) সাইটে মাটির শক্তি এবং উহার ভারবহন ক্ষমতা বিষয়ে পুরোপুরি অবগত হতে হবে।

(৬) সাইট উঁচু নিচু হলে লেভেল পরিমাপের জন্য সার্ভে করতে হবে।

(৭) মেইনরোড এবং সাইটে প্র বেশ পথ সম্বন্ধে অবগত হতে হবে।

(৮) সাইটে পানি নিষ্কাশন ব্যবস্থার প্র তি লক্ষ্য রাখতে হবে।

(৯) সাইটে পানি ও বিদ্যুৎ সরবরাহের প্র তি অবগত হতে হবে।

(১০) অনিধারীত বিষয়  সমূহের প্র তি সতর্ক থাকতে হবে।

(১১) নির্মাণ সাইটে ঐতিহাসিক ভবন থাকলে উহা সংরক্ষণ ব্যবস্থা করতে হবে।

(১২) নির্মাণ সাইটে বিমান উড্ডয়ন এলাকার সন্নিকটে হলে ভবনের উচ্চতা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।

** ১) এখানে জেনে রাখা প্রয়োজন যে, জমি নিচু হলে এবং ভরাট মাটি থাকলে ভিত্তি নির্মাণ ব্যয় বেড়ে যায়।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর