বাড়ি নির্মাণে কতিপয় প্রয়োজনীয় বিষয়সমূহঃ-৩

Md. Ashraful Haque, 11-Mar-2005
ভিউ : 35166

 

ফাউন্দেশন ঢালাইয়ের কাজে সতর্কতাঃ    

১)কলাম ফুটিং / কম্বাইড ফুটিং –এর ঢালায়ের আগে অনেকে গর্তের মধ্যে পলিথিন দিয়ে থাকেন।

২) কিন্তু গর্তে পলিথিন দেওয়া ঠিক নয় কারন পলিথিন মাটি ও ফাউন্দেসন –এর মধ্যে সংযোগ স্থাপনে বাধা হয়ে দাড়ায় । এবং ভূমিকম্পের সময় বিল্ডিং উল্টে যাবার সম্ভাবনা বেড়ে যায়।

        গাঁথুনির কাজঃ

১) ইটের মার্কা উপরের দিকে থাকবে।

২) একেবারে ৪.৫০ ফুটের বেশি গাঁথুনি দেওয়া চলবে না ।

৩) দুই ইটের মাঝখানে পরিপূর্ণ ভাবে মসলা দিতে হবে।

৪) ইটগুলো ভালভাবে ভিজিয়ে নিতে হবে । যাতে তা মসলার পানি শোষণ না করে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর