নির্মান কাজের ইকুইপমেন্ট
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 102883
নির্মাণকাজে ব্যবহৃত ইকুইপমেন্ট
ক) রাজমিস্ত্রি কর্তৃক ব্যবহৃত ইকুইপমেন্ট
ঢালাই, ইটের গাঁথুনি বা প্লাস্টারের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইকুইপমেন্টের তালিকা-
- কংক্রিট মিক্সার মেশিন (Concrete Mixture Machine) : কংক্রিটের উপাদানগুলোর সমসত্ব মিশ্রণ তৈরী করার কাজে ব্যবহৃত হয়।
- ভাইব্রেটর মেশিন (Vibrator Machine) : ফর্মায় স্থাপনের পর কংক্রিট দৃঢ়করণের কাজে ব্যবহৃত হয়।
- কংক্রিট পাম্প মেশিন (Concrete Pump Machine) : উঁচু বা দুর্গম স্থানে কংক্রিট স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়।
খ) কার্পেন্টার কর্তৃক ব্যবহৃত ইকুইপমেন্ট
কাঠের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইকুইপমেন্টের তালিকা-
১.
পোর্টেবল পাওয়ার টুলস (Portable Power Tools) :
- পোর্টেবল পাওয়ার স (Portable Power Saw) : আড়াআড়ি বা লম্বালম্বি অাঁশ বরাবর কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
- পোর্টেবল পাওয়ার রাউটার (Portable Power Router) : কাঠে কার্ভিং, চেম্ফারিং, ডাভটেলিং ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
- পোর্টেবল পাওয়ার প্লেনার (Portable Power Planer) : কাঠের আড়াআড়ি বা লম্বালম্বি অাঁশ বরাবর মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
- পোর্টেবল পাওয়ার ড্রিল (Portable Power Drill) : কাঠ বা লোহায় ছিদ্র করার কাজে ব্যবহৃত হয়।
২.
বেন্ড স (Bend Saw) : গাছের লগ বা যেকোন পুরুত্বের কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
৩.
সার্কুলার স (Circular Saw) : কাঠের তক্তা বা কম পুরুত্বের কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
৪.
মর্টিজার (Mortiser) : কাঠে মর্টিজ তৈরী করার কাজে ব্যবহৃত হয়।
হ্যান্ড টুলসের ফ্রি হ্যান্ড স্কেচ
নিচের চিত্রে পেন্সিল দিয়ে প্রথমে প্রত্যেকটি চিত্রের উপর হাত ঘুরিয়ে অভ্যাস করতে হবে। পরে আলাদা খাতায় প্রতিটির আলাদা চিত্র অঙ্কন করে নাম লিখতে হবে। এভাবে কয়েকবার অভ্যাস করতে হবে। বাস্তবে যারা কাজ করেন তাদের কাছে গিয়ে এগুলো স্বচক্ষে দেখে আরও স্পষ্ট ধারণা তৈরি করা যেতে পারে।
চিত্র: ম্যাশনরী ও কার্পেন্ট্রি কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস
হ্যান্ড টুলস এবং ইকুইপমেন্টের মধ্যে পার্থক্য
টুলস ও ইকুইপমেন্ট শব্দ দু’টি প্রায় সমার্থক। এদের শাব্দিক অর্থও প্রায় অভিন্ন। এ কারণে শব্দ দু’টি পরস্পরের সাথে পরিবর্তিত হতে দেখা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এদেরকে আলাদা করা যায়। নিচে এদের মধ্যকার অমিলগুলো তুলে ধরা হলো-
ক্রমিক নং |
হ্যান্ড টুলস |
ইকুইপমেন্ট |
১ |
এটি একটি ছোট যন্ত্র এবং হাতে ধরে কাজ করা হয়। |
এটি একটি বড় যন্ত্র যা বিদ্যুৎ বা অন্যান্য শক্তি দ্বারা পরিচালিত হয়। |
২ |
এটি একটিমাত্র আইটেম যা একটি কাজের জন্য ব্যবহার করা হয়। |
এক সেট টুলসের সমন্বয়ে ইকুইপমেন্ট গঠিত এবং একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত। |
৩ |
এতে যান্ত্রিক ছোঁয়া থাকে না অর্থাৎ এটি Non-Mechanical |
এতে যান্ত্রিক ছোঁয়া থাকে অর্থাৎ এটি Mechanical |
৪ |
করাত, হাতুড়ি, ড্রিল, কুর্ণি, বাটাল, কোল্ড চিজেল, প্লেনার, রেত, প্লায়ার ইত্যাদি হলো হ্যান্ড টুলস। |
বুলডোজার, ট্রাক লোডার, স্ক্রাপার, মিক্সার মেশিন, বেন্ড স, ভাইব্রেটর মেশিন ইত্যাদি হলো ইকুইপমেন্ট। |
চিত্র: ম্যাশনরী ও কার্পেন্ট্রি কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস
চিত্র: পাওয়ার টুলস