চিজেল (chisel)
Md. Ashraful Haque
17 Mar, 2012
ভিউ : 93028

চিজেল নির্মাণকাজে বিভিন্ন বস্তু কাটার জন্য ব্যবহৃত হয়। চিজেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা:-
ক. হট চিজেল (Hot Chisel)
খ. কোল্ড চিজেল (Cold Chisel)
হট চিজেল কামারশালায় ব্যবহার করা হয়। কোন্ড চিজেল দিয়ে ঠান্ডা বস্তুতে কাজ করা যায়। সেজন্য লোহার রড ইত্যাদি কাটতে ব্যবহার করা হয়। নিচে একটি চিজেলের বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো।
ক. মাথা (Head) : যে প্রান্তে হ্যামার দিয়ে আঘাত করা হয় তাই চিজেলের হেড।
খ. কাটিং এজ (Cutting Edge) : চিজেলের যে অংশ দিয়ে কাটা হয় তাই কাটিং এজ।
গ. স্যাঙ্ক (Shank) : হেড এবং কাটিং এজ বাদ দিয়ে বাকি অংশটুকুই হচ্ছে স্যাঙ্ক। এ অংশ হাতের মধ্যে ধরে রেখে কাজ করা হয়।