হ্যান্ড স
Md. Ashraful Haque
17 Mar, 2012
ভিউ : 59860

নির্মাণকাজ তথা কাঠের কাজে এই হস্তচালিত যন্ত্রটির ব্যবহার সর্বাধিক। প্রয়োজনীয় সাইজে কাঠকে কাটার জন্য এটি ব্যবহার করা হয়। একটি হাত করাতের প্রধান অংশগুলো নিম্নরূপ:
ক. হাতল (Handle)
খ. ব্লেড বা ফলক (Blade)
গ. টো (Toe)
ঘ. হিল (Heel)
ঙ. টিথ (Teeth)
বিভিন্ন কাজের উপযোগী বিভিন্ন করাতের আকার-আকৃতিও ভিন্ন ভিন্ন রকমের। নিম্নে কয়েকটি করাতের বর্ণনা দেওয়া হলো।
ক. ছে-করাত (Cross Cut Saw) : কাঠ বা বাঁশে আড়াআড়ি আটকে এ করাত ব্যবহৃত হয়। এটা লম্বায় ৪৫.৭ সে.মি. থেকে ৯৪.৮ সে.মি. হয়ে থাকে। এর দাঁতগুলো অক্ষের সাথে ৬০ থেকে ৭০ ডিগ্রি কোণে অবস্থান করে এবং কাটার সময় করাত কাঠের সাথে ৪৫ ডিগ্রি কোণে কাত করে কাটতে হয়। দাঁতের সামনের দিক ছুরির মতো। সামনের দিকে ঠেসে কাঠ কাটতে হয়। দাঁতগুলোকে ডানে বামে বাঁকিয়ে দেওয়া হয় এবং একে সাংগাল বলে।