- সেকেন্ড কাট
- স্মুথ কাট
- ফিনিশিং ওয়ার্ক
- ডেথ স্মুথ কাট
- সিঙ্গেল কাট
- ডাবল কাট
- কার্ভড কাট
ফাইল
Md. Ashraful Haque
17 Mar, 2012
ভিউ : 54337

ধাতু, কাঠ, প্লাস্টিক বা অন্য কোনো জিনিসের ক্ষুদ্র কোনো অংশ কাটতে, স্মুথিং করতে বা দূর করতে ফাইল ব্যবহার করা হয়। বিভিন্ন দৈর্ঘ্যের আকারের এবং কাটার উপযুক্ত ফাইল দেখতে পাওয়া যায়। প্রতিটি ফাইলের পাঁচটি অংশ থাকে। যথা -
ক. এজ
খ. ফেস বা কাটিং টিথ
গ. হিল
ঘ. সোলডার
ঙ. ট্যাং