- রাইড অন পাওয়ার ট্রাউয়েল (উপরে চড়া পাওয়ার ট্রাউয়েল) : এ ধরনের স্মুথিং মেশিনে একজন অপারেটর মেশিনের সিটে বসে বাটনের বা সুইচের সাহায্যে স্মুথিং মেশিনকে পরিচালনা করে।
- ওয়াক বিহাইন্ড পাওয়ার ট্রাউয়েল (পিছনে চলা পাওয়ার ট্রাউয়েল) : এক্ষেত্রে একজন অপারেটর মেশিনের পিছনে হেঁটে হেঁটে মেশিনকে নিয়ন্ত্রণ করে স্মুথিং কাজ করে।
স্মুথিং মেশিন
Md. Ashraful Haque
18 Mar, 2012
ভিউ : 17886

কংক্রিট ঢালাই এর পর স্লাবের পৃষ্ঠতল খুব মসৃণ পেতে স্মুথিং মেশিন ব্যবহৃত হচ্ছে। একে পাওয়ার ট্রাউয়েল বা পাওয়ার ফ্লোট বা ট্রাউয়েল মেশিনও (Power Trowels, Power Float or Trowel Machine) বলা হয়। স্মুথিং মেশিন ব্যবহার করার ফলে কিউরিং সহজ হয় এবং নির্মাণকাজে সময় কম লাগে।
ব্যবহারের সময় এদের নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে দুই রকম স্মুথিং মেশিন হয়ে থাকে। যথা-