স্মুথিং মেশিন

Md. Ashraful Haque, 18-Mar-2012
ভিউ : 17803

কংক্রিট ঢালাই এর পর স্লাবের পৃষ্ঠতল খুব মসৃণ পেতে স্মুথিং মেশিন ব্যবহৃত হচ্ছে। একে পাওয়ার ট্রাউয়েল বা পাওয়ার ফ্লোট বা ট্রাউয়েল মেশিনও (Power Trowels, Power Float or Trowel Machine) বলা হয়। স্মুথিং মেশিন ব্যবহার করার ফলে কিউরিং সহজ হয় এবং নির্মাণকাজে সময় কম লাগে। ব্যবহারের সময় এদের নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে দুই রকম স্মুথিং মেশিন হয়ে থাকে। যথা-

  1. রাইড অন পাওয়ার ট্রাউয়েল (উপরে চড়া পাওয়ার ট্রাউয়েল) : এ ধরনের স্মুথিং মেশিনে একজন অপারেটর মেশিনের সিটে বসে বাটনের বা সুইচের সাহায্যে স্মুথিং মেশিনকে পরিচালনা করে।
  2. ওয়াক বিহাইন্ড পাওয়ার ট্রাউয়েল (পিছনে চলা পাওয়ার ট্রাউয়েল) : এক্ষেত্রে একজন অপারেটর মেশিনের পিছনে হেঁটে হেঁটে মেশিনকে নিয়ন্ত্রণ করে স্মুথিং কাজ করে।

চিত্র : পাওয়ার ট্রাউয়েল স্মুথিং মেশিনের ব্যবহার রাইড অন পাওয়ার ট্রাউয়েল এবং ওয়াক বিহাইন্ড পাওয়ার ট্রাউয়েল দুই ধরনের মেশিনের ব্যবহারে মূলনীতি একই। একটি ঘূর্ণায়মান ডিস্ক (প্যান বা ব্লেড) যখন একটি নির্দিষ্ট জায়গায় চাপ প্রয়োগ করে তখন মেঝেতে বাকি ব্লেডগুলোর অতিরিক্ত ঘর্ষণে মেশিনটি রোটার ব্লেটার বিপরীত দিকে চলাচল করে। মেশিনের ভার রোটারের উপর পড়ে ফলে মেশিন নির্দিষ্ট জায়গায় যায়। ওয়াক বিহাইন্ড মেশিনের বেলায় হ্যান্ডেল চাপ ঘুরানো বা তোলা দ্বারা মেশিনের কাজ নিয়ন্ত্রণ করা যায়। রাইড অন মেশিনের ক্ষেত্রে একই রকম তবে এর রোটারের ক্রিয়ার দিক ভিন্ন। রাইড অন পাওয়ার বেশ বড় এবং বাসাবাড়ির বেজমেন্টে এবং দেয়ালের পাশে চালানো সুবিধাজনক নয়। এর দামও তুলনামূলক বেশি। এর কর্মদক্ষতা বেশি হওয়ায় এবং দ্রুত কিউরিং করতে বাণিজ্যিকভাবে বেশি ব্যবহৃত হয়। এটি কম পুরুত্বে বেশি উপযোগী নয়। ছোট ও কম পুরুত্বের কাজের জন্য ওয়াক বিহাইন্ড মেশিন বেশ উপযোগী। যেহেতু দেয়ালের প্রান্তের দিকে মেশিন দ্বারা স্মুথিং সম্ভব হয় না তাই হ্যান্ড ট্রাউয়েল দিয়ে ঐ জায়গায় স্মুথিং করা হয়।  

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর