রিটেইনিং ওয়াল (Retaining Wall)
Md. Ashraful Haque, 18-Mar-2012
ভিউ : 32285
রিটেইনিং ওয়াল
রিটেইনিং ওয়ালকে বাংলায় ঠেস দেয়াল বলা যায়। উদ্দেশ্যগত দিক দিয়ে রিটেইনিং ওয়াল অনেকটা ড্যামের মতো কাজ করে। ড্যাম পানির চাপ প্রতিরোধ করে এবং রিটেইনিং ওয়াল মাটির চাপ প্রতিরোধ করে। তবে অনেক সময় ভূ-গর্ভস্থ পানির স্তরকেও রিটেইনিং ওয়াল নির্মাণে বিবেচনায় আনতে হয়। কেননা ভূ-গর্ভস্থ পানির যে কোনো রকম অনুপ্রবেশ এর মারাত্মক ক্ষতি করতে পারে। রিটেইনিং ওয়াল হচ্ছে এমন একটি কাঠামো দেয়াল যা নির্মাণের প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিজ স্থানে স্থির থেকে মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে।
রিটেইনিং ওয়ালের ব্যবহার
- পাহাড়ি এলাকায় পাহাড় কেটে রাস্তা বা বাড়ি ঘর নির্মাণের সময় পার্শ্বস্থ মাটির চাপ প্রতিরোধ করতে।
- নদী বা জলাশয়ের পার্শ্বস্থিত মাটির পাড় ভেঙে পড়া রোধ করতে পাড় ঘেঁষে নির্মাণ করা হয়।
- মহাসড়ক নির্মাণের সময় এর সঠিক ঢাল তৈরি করতে অস্থায়ী সিটপাইলিং রিটেইনিং ওয়াল দেখা যায়।
- স্থাপত্য ল্যান্ড স্ক্যাপিং-এ বড় রাস্তার মোড়ে বা বাগানের পাড়ে রিটেইনিং ওয়ালের সাহায্যে পাড় ভাঙ্গন প্রতিরোধ করা হয়।
রিটেইনিং ওয়ালের প্রকারভেদ
কাঠামো, উপকরণ এবং অবস্থান অনুসারে রিটেইনিং ওয়াল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যথা-
- গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল (Gravity Retaining Wall)
- সেমি গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল (Semi Gravity Retaining Wall)
- ক্রিব রিটেইনিং ওয়াল (Crib Retaining Wall)
- ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল (Cantilever Retaining Wall)
- কাউন্টারফোর্ট রিটেইনিং ওয়াল (Counterfort Retaining Wall)
- বাট্টেরেস ওয়াল (Butteress)
- গ্যাবিয়ন ওয়াল (Gabions)
- নন সারচার্জ রিটেইনিং ওয়াল (Nonsurcharge Retaining Wall)
- সারচার্জ রিটেইনিং ওয়াল (Surcharge Retaining Wall)
- সিট পাইল ওয়াল (Sheet Pile Wall)
- সোলডার পাইল ওয়াল (Shoulder Pile Wall)
- স্লারি পাইল ওয়াল (Slury Pile Wall)
- ব্রিজ এবাটমেন্ট (Brige Abutment)
- বক্স কালভার্ট (Box Culvert)
চিত্র : বিভিন্ন প্রকার রিটেইনিং ওয়াল
রিটেইনিং ওয়ালের প্রয়োজনীয়তা-h1
- বিভিন্ন পোতাশ্রয় এবং নৌ-চলাচলের চ্যানেল যেখানে বড় বড় ঢেউ থেকে পাড়ের মাটিকে টিকিয়ে রাখতে সিট পাইল (বাল্কহেড) ওয়াল ব্যবহার করা হয়।
- গ্র্যাভিটি ওয়াল সি ওয়াল হিসেবে সামুদ্রিক পরিবেশে মাটি-পানির সংস্পর্শে আসতে বাধা দেয়।
- প্রাকৃতিক ঢালে যেমন পাহাড় বা কৃত্রিম মাটি ভরাটে পার্শ্ব চাপের ফলে কাঠামোকে স্লাইডিং এবং ওভারটানিং হতে এ ওয়াল বাধা দেয়।
- পাহাড়ের মাটি ক্ষয় রোধ করে। পাহাড়ের রাস্তা বানাতে, গাছপালা লাগাতে বা চাষাবাদে সহায়তা করে।
- বাগান বা ল্যান্ড স্ক্যাপিং-এ সৌন্দর্য বৃদ্ধি করে।
- বিভিন্ন কাঠামোগত খননকাজ চলাকালীন সময়েও এ ওয়াল নির্মাণ বা স্থাপন করা হয়ে থাকে।
রিটেইনিং ওয়ালের অংশসমূহ
নিম্নে চিত্রের সাহায্যে রিটেইনিং ওয়ালের অংশসমূহ দেখানো হলো:-
চিত্র : গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল
চিত্র : ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল ডিটেইলিং