NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

টাইলস এর কাজের পদ্ধতি

Md. Ashraful Haque 17 Apr, 2012 ভিউ : 80133
টাইলস এর কাজের পদ্ধতি
১. ফ্লোর মাপা: যাতে টাইলস, মর্টার, গ্রাউট, বেকিং বোর্ড ইত্যাদি পরিমাণমতো যোগার রাখা যায়। ২. নিচের স্তর তৈরি করা: নিচের জিনিস যেমন বাথরুমের ফিটিংস বসানোর হোল বা ছিদ্র, লেভেলিং-এর জন্য সিমেন্ট বোর্ডকে প্রয়োজনমতো তৈরি করে নিতে হবে।

৩. এবার টাইলসের লে-আউট চূড়ান্ত করতে হবে।

৪. টাইলসকে প্রয়োজনমতো কাটতে হবে।

৫. কাটা টাইলস স্থাপন করতে হবে। ৬. পাতলা করে মর্টার লাগাতে হবে। ৭. মর্টার লাগানোর পরে কমপক্ষে ২৪ ঘণ্টা শুকানোর সময় দিতে হবে।

৮. স্পেসার সরিয়ে গ্রাউট ঢেলে স্মুথ করতে হবে।

৯. অতিরিক্ত গ্রাউট মুছে ফেলতে হবে।

১১. গ্রাউট রক্ষার জন্য সিলার স্প্রে করতে হবে।