NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

কর্নার দেয়াল নির্মাণ কৌশল

Md. Ashraful Haque, 18-Sep-2012
ভিউ : 147240

উদ্দেশ্য: কর্নার দেয়াল নির্মাণ কৌশল অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল: যন্ত্রপাতি:   

  1. কর্নি
  2. ওলন
  3. মাটাম
  4. স্পিরিট লেভেল
  5. কড়াই
  6. বালতি
  7. মগ
  8. বালি চালনি
  9. বাসুলি
  10. ফিতা
মালামাল:
  1. ইট
  2. বালি
  3. চুন
  4. সুতা
  5. চক

কাজের ধারাবাহিক ধাপসমূহ:
  1. ওয়ার্কি ড্রইং পর্যবেক্ষণ করতে হবে। ড্রইং অনুযায়ী লে-আউট দিতে হবে। এক্ষেত্রে উভয় দিকে দেয়ালের কেন্দ্ররেখা বরাবর চুন দ্বারা দাগ দিতে হবে। মনে রাখতে দুটো দেয়াল সমকোণে অবস্থান করবে। মাটাম দ্বারা বা ৩ : ৪ : ৫ পদ্ধতিতে সমকোণে যাচাই করতে হবে।
  2. নির্দিষ্ট অনুপাত অনুযায়ী মসলা তৈরি করতে হবে।
  3. নকশা অনুযায়ী কুইন ক্লোজার তৈরি করতে হবে।
  4. ড্রইং অনুযায়ী ১ম স্তরে মসলা সহকারে ইট বসাতে হবে।
  5. ১ম স্তরের উপর প্রয়োজনীয় পুরুত্বে (১/৪") এবং ১ : ৬ অনুপাতে সিমেন্ট মসলা লাগাতে হবে।
  6. নিয়ম অনুসারে মসলা সহকারে দ্বিতীয় স্তর ইট বসাতে হবে।
  7. বন্ড ঠিক আছে কিনা যাচাই করতে হবে।
  8. মাটাম ও ওলন দ্বারা আনুভূমিক তল এবং উলম্বভাবে সমান আছে কিনা যাচাই করতে হবে।
সাবধানতা:
  1. মসলার সঠিক পরিমাণ পানি প্রয়োগ করে তারল্য ঠিক রাখতে হবে।
  2. ব্যবহারের পূর্বে ইটগুলোকে পরিষ্কার করতে হবে।
  3. ব্যবহারের ২৪ ঘন্টা পূর্বে ইটকে ভিজাতে হবে।
  4. পিলারের জোড়গুলি সঠিকভাবে সমকোণ ও খাড়াতলে খাড়া হতে হবে।