বৃত্তাকার ইটের গাঁথুনি করার কৌশল
Md. Ashraful Haque, 18-Sep-2012
ভিউ : 30961
উদ্দেশ্য: বৃত্তাকার ইটের গাঁথুনি করার কৌশল অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল: যন্ত্রপাতি:
- কর্নি
- কড়াই
- বালতি
- মগ
- বাসুলি
- হ্যামার
- কোদাল
- ইট
- বালি
- সিমেন্ট
- পানি
- সুতলি
- ওয়ার্কিং ড্রইং পর্যবেক্ষণ করে ওয়ার্কিং ড্রইং থেকে দেয়ালের ভেতরের ও বাইরের মাপ অনুযায়ী দুইটি বৃত্ত সুতলির সাহায্যে মাটিতে দাগ দিয়ে অঙ্কন করতে হবে। ঐ দাগগুলো চুন দ্বারা চিহ্নিত করতে হবে। বৃত্ত দুটির মধ্যবর্তী দূরত্বই ভিত্তির প্রশস্ততা।
- ভিত্তির মাপে পরিখা খনন করে তাতে বন্ড অনুযায়ী ইট বসাতে হবে। প্রয়োজনমতো ইটকে ড্রেসিং করে নিতে হবে।
- প্রথম স্তর ইট গাঁথা শেষ হলে একই নিয়মে দ্বিতীয় স্তর ইট গাঁথতে হবে।
- প্রতি ক্ষেত্রে নির্মাণকাজের শুদ্ধতা যাচাই করতে হবে।
- ব্যবহারের পূর্বে ইটগুলোকে পরিষ্কার করতে হবে।
- ব্যবহারের ২৪ ঘন্টা পূর্বে ইটকে ভিজাতে হবে।
- ইটগুলো এমনভাবে বসাতে হবে যেন উলম্বতলে একই রেখায় জোড়া না পড়ে।