NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

বৃত্তাকার ইটের গাঁথুনি করার কৌশল

Md. Ashraful Haque 18 Sep, 2012 ভিউ : 31032
বৃত্তাকার ইটের গাঁথুনি করার কৌশল
উদ্দেশ্য: বৃত্তাকার ইটের গাঁথুনি করার কৌশল অর্জন করা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল: যন্ত্রপাতি:
  1. কর্নি
  2. কড়াই
  3. বালতি
  4. মগ
  5. বাসুলি
  6. হ্যামার
  7. কোদাল
মালামাল:
  1. ইট
  2. বালি
  3. সিমেন্ট
  4. পানি
  5. সুতলি

কাজের ধারাবাহিক ধাপসমূহ:
  1. ওয়ার্কিং ড্রইং পর্যবেক্ষণ করে ওয়ার্কিং ড্রইং থেকে দেয়ালের ভেতরের ও বাইরের মাপ অনুযায়ী দুইটি বৃত্ত সুতলির সাহায্যে মাটিতে দাগ দিয়ে অঙ্কন করতে হবে। ঐ দাগগুলো চুন দ্বারা চিহ্নিত করতে হবে। বৃত্ত দুটির মধ্যবর্তী দূরত্বই ভিত্তির প্রশস্ততা।
  2. ভিত্তির মাপে পরিখা খনন করে তাতে বন্ড অনুযায়ী ইট বসাতে হবে। প্রয়োজনমতো ইটকে ড্রেসিং করে নিতে হবে।
  3. প্রথম স্তর ইট গাঁথা শেষ হলে একই নিয়মে দ্বিতীয় স্তর ইট গাঁথতে হবে।
সাবধানতা:
  1. প্রতি ক্ষেত্রে নির্মাণকাজের শুদ্ধতা যাচাই করতে হবে।
  2. ব্যবহারের পূর্বে ইটগুলোকে পরিষ্কার করতে হবে।
  3. ব্যবহারের ২৪ ঘন্টা পূর্বে ইটকে ভিজাতে হবে।
  4. ইটগুলো এমনভাবে বসাতে হবে যেন উলম্বতলে একই রেখায় জোড়া না পড়ে।