ভিট্রুভিয়ান ম্যান (খৃ:পু: ৮০-১৫) লিয়োনার্দো দা ভিঞ্চির একটি জগত বিখ্যাত ছবি। এটি বিখ্যাত স্থপতি ভিট্রুভিয়াস এর স্থাপত্য দর্শন এর উপর নির্ভর করে আক। ১৪৮৭ সালের দিকে এই ছবি আকেন। আয়াতকার এবং বৃত্তাকার এর মধ্যে দুটি মানুষের শরীরের গঠনচিত্র বসানো হয়েছে। একে অনেক সময় ক্যানন অফ প্রোপরশন বলা হয়। আবার প্রোপরশন অফ ম্যান ও বলা হয়। এই ছবিটি মানুষের শরীরের অনুপাত প্রকাশ করে।
ছবি: ভিট্রুভিয়ান ম্যান