ডান এবং বাম এর ছোট ছোট ঘর গুলোকে ব্লক বলা হয়। এর মধ্যে কিছু কিছু ঘর আপনি চাইলে বন্ধ করতে পারেন।
1। উপরের মেনু থেকে আমার অ্যাকাউন্ট এ ক্লিক করুন
২। এবার সম্পাদন এ ক্লিক করুন
৩। নিচের দিকে নিজস্ব ব্লক নামে একটি অংশ আছে
৪। এইখান থেকে প্রয়োজনীয় ব্লক বন্ধ বা চালু করতে পারেন