ব্লগ লেখার নিয়ম

Md. Ashraful Haque, 12-Nov-2001
ভিউ : 59507

যেকোন লেখার সময় অবশ্যই নিচের নিয়মাবলী খেয়াল রাখতে হবে

১) লেখা অবশ্যই প্রকৌশল বিষয়ক হতে হবে। অর্থাৎ লেখাটির বিষয় বস্তু প্রকৌশলী জ্ঞানের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে হবে।

২) লেখা অবশ্যই বাংলাতে হতে হবে। ইংরেজি অথবা বাংলিশ বা অন্য কোন ভাষায় লেখা হওয়া যাবে না।

৩) লেখা অন্য কোথায় থেকে নিয়ে দিলে অবশ্যই তার সুত্র উল্লেখ করতে হবে। তবে কোন ইংরেজি থেকে বাংলা করে লেখা দিলে সুত্র না দিলেও অনুবাদ কথাটা দিলেও হবে।

৪) প্রকৌশল বা দেশের বা ব্যক্তিগত ভাবে ক্ষতিকর এমন কোন লেখা দেওয়া যাবে না

৫) মিথ্যা তথ্য সম্বলিত কোন লেখা দেওয়া যাবে না। যেকোন তথ্য অবশ্যই সঠিক হতে হবে। প্রয়োজনে তথ্যের সঠিক সুত্র উল্লেখ করতে হবে।

৬) কাউকে আক্রমন করে বা গালাগালি করে বা খারাপ মন্তব্য করে কোন লেখা যাবে না। তবে গঠনমুলক সমালোচনা করে লেখা যাবে।

৭) একই লেখা ভিন্ন নামে বা ভিন্ন লেখা একই নামে দেওয়া যাবে না।

৮) লেখকের অনুমতি ছাড়াই কর্তৃপক্ষ যেকোন লেখা মুছে ফেলতে পারে অথবা ছাপানো বন্ধ রাখতে পারে অথবা সম্পাদন করে ছাপাতে পারে।

৯) কোন প্রকার ক্ষতিকর স্ক্রিপ্ট বা প্রোগ্রাম দেয়া যাবে না।

১০) যেকোন লেখক বা মডারেটরকে যেকোন সময় ব্যান করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে এবং এই জন্য কর্তৃপক্ষ কোন জবাবদিহি করতে বাধ্য নয়।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর