কি ধরণের সফটওয়্যার চান?
Md. Ashraful Haque, 10-Sep-2008
ভিউ : 35008

সম্মানিত সদস্য এবং অসদস্যবৃন্দ
আমাদের এই সাইটে প্রবেশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
আমার কিছু আইডিয়া দরাকার। আর এই ব্যপারে আপনারা আমাকে সাহায্য করতে পারেন।
আপনার হয়ত অনেক সময় বিভিন্ন ছোট-খাট সমস্যার পড়েন। যা অনেক ক্যালকুলেশন করতে হয়। আপনাদের যদি এমন কোন বিষয়ের উপর অনলাইন সফটওয়্যার দরকার হয় তাহলে এখানে মন্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা চেষ্ট করব তা করার জন্য।
আপনাদের যদি কোন এক্সেল এ করা ফাইল থাকে তাহলেও আমাদের এখানে মন্তব্য করতে পারেন এবং মেইল করতে পারেন admin@need4engineer.com এই ঠিকানাতে।
আপনাদের সহযোগিতা একন্ত কাম্য
এডমিন
need4engineer.com